শুক্রবার, ১৩ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৮শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, সন্ধ্যা ৬:০৮

একজনের মরদেহ উদ্ধার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : মহসিন আলী (৩০) নামের জয়পুরহাটের কালাই উপজেলার বেলগাড়ি গ্রামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার সকালে জয়পুরহাট-মোলামগাড়ি সড়কের কালাই উপজেলার বামনগ্রাম আওলাই মাঠ থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।
কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, এস এম মঈনুদ্দিন জানান, খবর পেয়ে বামন গ্রামের আওলাই মাঠ থেকে সকালে মহসিন আলীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মহসিন আলী বেলগাড়ি গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। তিনি স্থানীয় একটি মসজিদে ইমামতি করতেন। তার মাথা ও ঘাড়ে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।
পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের পর সঠিক তদন্তের মাধ্যমে বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখে আইনগত পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন ওসি।