শনিবার, ১৫ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, সন্ধ্যা ৭:১৮

নিখোঁজ স্কুলছাত্রের লাশ পানিতে ভেসে উঠেছে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : নিখোঁজের পাঁচ দিন পর নরসিংদীর রায়পুরায় মেঘনায় ভেসে উঠল স্কুলছাত্র আবির ইসলামের (১৫) মরদেহ। গতকাল রবিবার দুপুর ১টার দিকে উপজেলা ফকিরের চর গ্রামের মেঘনাপারে একটি অজ্ঞাত লাশ ভেসে থাকতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা। পরে সেখানে গিয়ে লাশটি আবিরের বলে শনাক্ত করে তার মামা কাজী জামাল উদ্দিন।
নিহত আবির উপজেলার পলাশতলী ইউনিয়নের খাকচক গ্রামের আশরাফুল ইসলামের ছেলে এবং সেরাজনগর এম এ মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।
রায়পুরা থানার উপপরিদর্শক মাহমুদুল হাসান জানান, মেঘনাপার থেকে উদ্ধার হওয়া লাশটি স্কুলছাত্র আবিরের বলে শনাক্ত করেছে তার মামা। এর আগে গত ৩১ মে সে পান্থশালার জেটি থেকে নদীতে পড়ে নিখোঁজ ছিল। লাশটি সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানান তিনি।