রবিবার, ১৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, রাত ১:৪৩

দাম কমল ১২ কেজি এলপিজি সিলিন্ডারের।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বেসরকারি খাতে দেশে ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম কমেছে। ১২ কেজি সিলিন্ডারের দাম এক হাজার ৩৩৫ টাকা থেকে কমিয়ে এক হাজার ২৪২ টাকা করা হয়েছে। প্রতি সিলিন্ডারে দাম কমেছে ৯৩ টাকা। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকেই নতুন এই দাম কার্যকর হয়।
বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান জনাব, মো. আবদুল জলিল গতকাল ভার্চুয়াল সংবাদ সম্মেলনে নতুন এই দাম ঘোষণা করেন।