মঙ্গলবার, ১০ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৫শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, দুপুর ২:২০

যাত্রী আটক হয়েছে স্বর্ণের বারসহ।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : এক যাত্রীর কাছ থেকে ৩৪টি স্বর্ণের বারসহ চেইন উদ্ধার করা হয়েছে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে।
বুধবার সকাল ৭টার দিকে আরব আমিরাতের শারজাহ থেকে আসা এয়ার এরাবিয়া এয়ারলাইন্সের যাত্রী সাইফুল ইসলামের কাছ থেকে এগুলো জব্দ করা হয়। এ সময় ওই যাত্রীকে আটক করা হয়েছে।
এ তথ্য নিশ্চিত করে শুল্ক গোয়েন্দা চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের উপ-পরিচালক জনাব, একে এম সুলতান মাহমুদ বলেন, খবর আসে শারজাহ থেকে এক যাত্রী লুকিয়ে বিপুল পরিমাণ স্বর্ণ নিয়ে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আসছেন।
সেই তথ্যের ভিত্তিতে ওই ব্যক্তিকে তল্লাশি করে তার শরীর থেকে ৩৪টি স্বর্ণের বার ও ১০০ গ্রাম ওজনের একটি স্বর্ণের চেইন জব্দ করা হয়েছে। এ সময় স্বর্ণসহ সাইফুল ইসলামকে আটক করা হয়।
আটক সাইফুল ইসলামের বাড়ি চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায়।