ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ২০২২-২৩ অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়েছে ফরিদপুরের নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়ন পরিষদের। মঙ্গলবার (৩১ মে) তালমা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ওই বাজেট ঘোষণা করা হয়। বাজেট অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তালমা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী সাংস্কৃতিক ফোরাম এর সহ-সভাপতি কামাল হোসেন মিয়া। বাজেট উপস্থাপন করেন ইউনিয়ন পরিষদের সচিব আবুল কালাম আজাদ।
এই বাজেটে আয় ধরা হয়েছে ১ কোটি ৭৪ লাখ ৪১ হাজার ৭৫৪ টাকা। ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৭১ লাখ ৩২ হাজার ৭৪০ টাকা। এছাড়া উদ্বৃত রয়েছে ৩ লাখ ৯ হাজার ১৪ টাকা।
বাজেট অধিবেশনে উপস্থিত ছিলেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সারোয়ার মোর্শেদ, কৃষ্ণনগর ইউপি চেয়ারম্যান মোহাম্মদ গোলাম মোস্তফা সহ ইউনিয়ন পরিষদের সকল সদস্য, ইমাম, শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
“মিজানুর রহমান সংবাদদাতা নগরকান্দা (ফরিদপুর)”