ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : তারিকুল শেখ (২২) নামের ফরিদপুরের নগরকান্দায় এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নগরকান্দা থানার এস আই গোলাম কিবরিয়া লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত তারিকুল শেখ উপজেলার তালমা ইউনিয়নের শাকপালদিয়া মধ্য পাড়া গ্রামের দেলোয়ার শেখের ছেলে।
জানাযায়, নিহত তারিকুল শেখের সাথে গত ৭ মাস পূর্বে একই গ্রামের মিলন শেখের মেয়ে সুমী আক্তার (১৯) পারিবারিক ভাবে বিবাহ সম্পন্ন হয়। বিয়ের পর থেকেই তাদের দুজনের মধ্যে পারিবারিক কলহের সৃষ্টি হয়। এরই এক পর্যায়ে শুক্রবার রাতে তারিকুল বাড়ির পাশের একটি পরিত্যক্ত ঘরের আড়ের সাথে গলায় রশি নিয়ে আত্মহত্যা করেছে বলে দাবি করছে নিহতের পরিবার।
ঘটনার খবর পেয়ে পুলিশ রাতেই লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে শনিবার সকালে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠায়।
নগরকান্দা থানার অফিসার ইনচার্জ জনাব, হাবিল হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে ও ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
“মিজানুর রহমান সংবাদদাতা নগরকান্দা (ফরিদপুর)”