ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে অভিযান চালিয়ে চারটি ক্লিনিক ও তিনটি ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করেছে ভ্রাম্যমাণ আদালত আর এই ঘটনা ফরিদপুরের বোয়ালমারীতে। এছাড়া ৩টি ক্লিনিককে জরিমানা করে লাইন্সেসকৃত চার ক্লিনিকের নবায়ন না থাকায় এক মাসের মধ্যে নবায়ন করতে সময় বেঁধে দেওয়া হয়েছে।
শনিবার বিকেল থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মারিয়া হক। এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খালেদুর রহমান উপস্থিত ছিলেন।