ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : গাঁজাসহ শাহ আলম নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে অষ্টগ্রাম থানার পুলিশ আর এই ঘটনা কিশোরগঞ্জের হাওর অধ্যাষিত অষ্টগ্রামে।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত পৌনে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অষ্টগ্রাম থানার এসআই আব্দুল আজিজ, এ এস আই মোঃ লুৎফর রহমান খানসহ সঙ্গীয় ফোর্স উপজেলার কাস্তুল ইউনিয়নের বাহাদুর পুর আনন্দ বাজার থেকে তল্লাশি চালিয়ে মাদক ব্যবসায়ী শাহ আলম কে আটক করা হয় এই সময় তার কাছ থেকে ২ কেজি ৮শ গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ। শাহ আলম উপজেলা কাস্তুল বাজার সংলগ্ন মৃত আমির উল্লাহ পুত্র।
অষ্টগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব, মোহাম্মদ মুর্শেদ জামান বিপিএম জানান, আটক শাহ আলম বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে আদালতের প্রেরণ করা হয়েছে।