ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : প্রেমিকের সঙ্গে বিয়ে না দেওয়ায় জামালপুরের সরিষাবাড়ীতে বাবার ওপর অভিমান করে এক শিক্ষার্থীর আত্মহত্যার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (২৪ মে) সন্ধ্যায় উপজেলার পোগলদিঘা ইউনিয়নের মালিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, নিহত শিক্ষার্থীর নাম ফাতেমা আক্তার (১৭)। ফাতেমা পোগলদিঘা ইউনিয়নের পূর্ব মালিপাড়া গ্রামের কৃষক মোকাদ্দেস আলীর মেয়ে ও পাশ্ববর্তী বামনজানি কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী।
এ ব্যাপারে তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আব্দুল লতিফ বলেন, বাবার ওপর অভিমান করে হয়তো কীটনাশক খেয়ে তার মৃত্যু হয়। পুলিশ লাশ উদ্ধার করেছে। বুধবার (২৫ মে) সকালে ময়নাতদন্তের জন্য লাশ জেলা মর্গে প্রেরণ করা হয়েছে এবং তদন্ত করে পরবর্তীতে আইনি ব্যবস্থা নেওয়া হবে।