রবিবার, ১৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, রাত ২:২৬

পিস্তলসহ গ্রেফতার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : পাঁচটি পিস্তল ও পাঁচ রাউন্ড গুলিসহ শাহা জামাল কালু (৫২) এবং তার ছেলে সোহেল রানাকে (৩০) আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) আর এই ঘটনা যশোরের বেনাপোল পোর্ট থানার সীমান্তবর্তী সাদিপুর গ্রামে। সোমবার ভোরে অভিযান চালিয়ে তাদের নিজ বাড়ি থেকে অস্ত্র-গুলিসহ আটক করা হয়। আটক শাহা জামাল কালু সাদিপুর গ্রামের মানিক মন্ডলের ছেলে এবং সোহেল শাহা জামাল কালুর ছেলে।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল জনাব, শাহেদ মিনহাজ ছিদ্দিকী জানান, গোপন সংবাদে জানা যায় কালু ও তার ছেলে সোহেল রানা ভারত থেকে একটি অস্ত্রের চালান এনে বাড়িতে মজুত করেছে। এমন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টিম তাদের বাড়ি ঘেরাও করে রাখে। পরে বিজিবি ও পুলিশ তাদের বাড়িতে অভিযান চালিয়ে পাঁচটি পিস্তল ও পাঁচ রাউন্ড গুলিসহ দুইজনকে আটক করে।
জিজ্ঞাসাবাদ শেষে জব্দকৃত অস্ত্র ও গুলিসহ তাদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান ওই বিজিবি কর্মকর্তা।