রবিবার, ১৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, রাত ২:১৬

অভিযান চালিয়ে ক্রিস্টাল মেথ আইস উদ্ধার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : অভিযান চালিয়ে টেকনাফে ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবি জানায়, রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) জানতে পারে দমদমিয়ার কামালের জোড়া নামক এলাকা দিয়ে মাদকের একটি বড় চালান মায়ানমার হতে বাংলাদেশে পাচার হতে পারে। এ খবর পেয়ে দুইটি চোরাচালান প্রতিরোধ টহল দল কয়েকটি উপদলে বিভক্ত হয়ে কেওড়া বাগানে কৌশলগত অবস্থান নেয়। গভীর রাতে কয়েকজন পাচারকারী মায়ানমারের দিক দিয়ে বাংলাদেশে প্রবেশকালে বিজিবি তাদেরকে চ্যালেঞ্জ করে। তখন পাচারকারীরা রাতের অন্ধকারে সুযোগে কেওড়া বাগানের ভেতরে পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি ঘটনাস্থল তল্লাশি করে কয়েকটি স্থানে কালো পলিথিনের পোটলা দেখতে পায়। পোটলায় এসব পলিথিন থেকে এক কেজি ৫৬ গ্রাম ক্রিস্টাল মেথ আইস জব্দ করা হয়। উদ্ধারকৃত এই মাদকের মূল্য আনুমানিক পাঁচ কোটি ২৮ লাখ টাকা।