রবিবার, ৯ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, সকাল ৭:২০

এক বছরের কারাদণ্ড এবং লাখ টাকা জরিমানা।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ডা. এম এম মনির (৩৭) নামে এক ভুয়া চিকিৎসককে এক লাখ টাকা অর্থদণ্ড দিয়ে ছাড়া পাওয়ার পর দিনই একই অপরাধে সেই ডা. এম এম মনির (৩৭) নামের লোককে আবার এক বছরের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। বুধবার (১৮ মে) রাত ১১ টার দিকে বাগেরহাটের মোরেলগঞ্জ পৌরসভার সোলমবাড়িয়া বাসষ্টান্ড এলাকায় কথিত ওই চিকিৎসকের চেম্বারে অভিযান চালিয়ে এ দণ্ডাদেশ দেন মোরেলগঞ্জ উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট জনাব, মো. আলী হাসান।