ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : গ্রাম্য আধিপত্য বিস্তার নিয়ে ফরিদপুরের নগরকান্দায় দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
এই সংঘর্ষের ঘটনায় দুই পক্ষের লোকজন থানায় পাল্টাপাল্টি অভিযোগ দায়ের করেছে।
ঘটনাটি ১৬ মে সন্ধায় উপজেলার কোদালিয়া শহিদনগর ইউনিয়নের দেলবাড়িয়া গ্রামে ঘটে।
জানাযায়, দেলবাড়িয়া গ্রামে দুই গ্রুপের দীর্ঘ দিনের বিরোধ চলে আসছিলো।
এরই জের ধরে ১৬ মে সন্ধায় এতে উভয় পক্ষের মহিলাসহ মোট ৬ জন আহত হয়। গুরুতর আহতদের মধ্যে নগরকান্দা হাসপাতালে ভর্তি রয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছে।
এ সময় সংঘর্ষকারীরা দুই গ্রুপের উভয় পক্ষের লোকজন এ ঘটনায় ১৭ মে মঙ্গলবার নগরকান্দা থানায় একটি লিখিত অভিযোগ করে।
নগরকান্দা থানার ওসি জনাব, হাবিল হোসেন বলেন, সংঘর্ষের ঘটনায় দুই পক্ষই অভিযোগ দিয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
“মিজানুর রহমান সংবাদদাতা নগরকান্দা (ফরিদপুর)”