ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বিপুল পরিমাণ গাঁজা জব্দ করা হয়েছে চাঁদপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে। এই ঘটনায় তিন মাদক কারবারিকেও আটক করা হয়। শনিবার দুপুরে শহরের বড়স্টেশন মসজিদের পাশের সড়ক থেকে ১৮ কেজি গাঁজাসহ তাদের আটক করা হয়।
চাঁদপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ সহকারী পরিচালক জনাব, এমদাদুল ইসলাম মিঠুন জানান, গোপন সূত্রে সংবাদ পেয়ে একটি দল বড়স্টেশন মসজিদের পাশের সড়কে চেকপোস্ট স্থাপন করে এই তিনজনকে আটক করে। পরে তাদের সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে গাঁজার সন্ধান পাওয়া যায়।
অন্যদিকে, তাদের বিরুদ্ধে এর আগেও গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদক আটকের একাধিক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে এবারে চাঁদপুর সদর মডেল থানায় আরো একটি মামলা দায়ের করা হলো।