শুক্রবার, ২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, দুপুর ১২:৩৭

গাঁজাসহ আটক দুইজন।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : অভিযান চালিয়ে রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় ২৫ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১০। আটককৃতরা হলেন আব্দুস সাত্তার (৪০) ও জসিম উদ্দিন (৩৮)।
শুক্রবার বিকেলে যাত্রাবাড়ী থানাধীন ধলপুর এলাকা থেকে তাঁদের আটক করা হয়। এ সময় গাঁজা পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়েছে।
র‌্যাব-১০-এর সহকারী পুলিশ সুপার (এএসপি) জনাব, এনামুল কবীর শোয়েব বলেন, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি পিকআপ ভ্যান থেকে ২৫ কেজি গাঁজা জব্দ করা হয়েছে। জব্দ করা গাঁজার আনুমানিক মূল্য সাড়ে সাত লাখ টাকা। আটককৃতরা পেশাদার মাদকবিক্রেতা। দীর্ঘদিন ধরে তাঁরা যাত্রাবাড়ীসহ দেশের বিভিন্ন এলাকায় গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিলেন। তাঁদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।