শনিবার, ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, রাত ৩:১৪

ডাকাত দলের সদস্য গ্রেফতার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ডাকাতদলের ৯ সদস্যকে নারায়ণগঞ্জের আড়াইহাজারে উপজেলার বাগমারা বাজার এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব-১১। শুক্রবার (১৩ মে) দুপুরে র‍্যাব এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। র‍্যাবের দাবি, গ্রেপ্তারকৃত সবাই একই দলের সদস্য।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ডাকাতদের টার্গেট প্রবাসী ও ব্যবসায়ীদের বাড়ি। গত ৬ ও ২৪ এপ্রিল আড়াইহাজারের মেঘনা তীরবর্তী বিশনন্দি ও ঢাকা-সিলেট মহাসড়ক সংলগ্ন বান্টি এলাকায় ডাকাতি করেছে তারা। র‌্যাবের অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, বোমাসহ ধরা পড়ে আন্ত জেলা ও হাইওয়ে ডাকাত চক্রের ৯ সদস্য।
র‌্যাব-১১-এর অধিনায়ক জনাব, তানভীর মাহমুদ পাশা জানান, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে আড়াইহাজার থানা এলাকায় বিভিন্ন প্রবাসীর বাড়ি, বিভিন্ন ব্যবসায়ী বা আর্থিকভাবে সচ্ছল পরিবারগুলোকে টার্গেট করে পরিকল্পিতভাবে ডাকাতি কার্যক্রম চালিয়ে আসছিল। এই ডাকাত চক্রটি গত ৬ এপ্রিল এবং ২৪ এপ্রিল আড়াইহাজার থানা এলাকায় সংঘটিত ডাকাতির ঘটনায় জড়িত ছিল। তাদের বিরুদ্ধে আড়াইহাজার ও সোনারগাঁ থানায় একাধিক ডাকাতি ও মাদক মামলা রয়েছে।