ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : আইনশৃংখলা রক্ষায় বিশেষ অভিযান পরিচালনার সময় কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনকে সামনে রেখে এই অভিযান করা হয় আর এ সময় এক ব্যক্তিকে দেশীয় পাইপগানসহ গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে অস্ত্র, বিষ্ফোরক, হত্যাসহ মোট ছয়টি মামলা রয়েছে।
বৃহস্পতিবার বেলা পৌনে ৩টার দিকে কুমিল্লা নগরী সংলগ্ন চাঁনপুর স্টিল ব্রিজের দক্ষিণ পাশ এলাকা থেকে হাসিব ওরফে বোমা হাসিব নামের ওই ব্যক্তিকে আটক করা হয়েছে বলে জানান কুমিল্লা কোতয়ালি থানার পরিদর্শক (তদন্ত) কমল কৃষ্ণ ধর এবং তিনি আরও বলেন সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে আইনশৃংখলা রক্ষায় বিশেষ এই অভিযান অব্যাহত থাকবে।