ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ত্রাস, হত্যা মামলার সাজাপ্রাপ্ত, ডাকাতি ও বিস্ফোরকসহ নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার ছয়টি মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি ইয়ানুস ওরফে ইউনুস ডাকাত (৫৫)কে ফতুল্লার একটি এলাকা থেকে মঙ্গলবার রাতে গ্রেপ্তার করেছে পুলিশের এন্টি টেররিজমের একটি চৌকস ইউনিট। পুলিশের এন্টি টেররিজমের (এটিইউ) অতিরিক্ত পুলিশ সুপার জনাব, আলমগীরের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়েছে বলে পুলিশ জানায়।
আড়াইহাজার থানা পুলিশ জানায়, হত্যা মামলা ছাড়াও ইয়ানুসের বিরুদ্ধে আড়াইহাজার থানায় ডাকাতি, বিস্ফোরকসহ ছয় মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। তাকে গ্রেপ্তারের জন্য পুলিশ দীর্ঘদিন যাবৎ চেষ্টা করে আসছিল। কিন্তু ভয়ংকর ও সুচতুর ইয়ানুস বর্তমানে ইউসুফ নামে পরিচিত হয়ে ফতুল্লার একটি এলাকায় বসবাস করে গাড়ি চালকের কাজ করে আসছিল। অবশেষে তাকে পুলিশের জালে ধরা পড়তেই হয়েছে।
আড়াইহাজার থানার ওসি আনিচুর মোল্লা জানান, তাকে আগের মামলাগুলোর ওয়ারেন্টের ভিত্তিতে কোর্টে পাঠানো হয়েছে।