ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : এক অজ্ঞাতনামা ব্যক্তির (৪০) মৃতদেহ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ আর এই ঘটনা বাগেরহাটের ফকিরহাটে আট্টাকী মহাসড়কের পাশের। মৃতদেহটি বৈদ্যুতিক খুঁটির নিচে ঝোপঝাড়ের মধ্য থেকে উদ্ধার করা হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, আজ রবিবার (৮ মে) সকাল ৯টার দিকে ওই পথ দিয়ে পথচারীরা যাতায়াতের সময় দুর্গন্ধ পান। কারণ খুঁজতে গিয়ে দেখতে পান, মহাসড়কের পাশে ফেলে রাখা বৈদ্যুতিক খুঁটির নিচে ঝোপঝাড়ের মধ্যে এক ব্যক্তির মৃতদেহ পড়ে রয়েছে। পরে মডেল থানা পুলিশকে খবর দেওয়া হয়।
পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রাথমিক সুরতহাল প্রতিবেদন শেষে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালে মর্গে পাঠিয়েছে এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।