ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ফের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ফরিদপুরের সালথা উপজেলায় সংঘর্ষে সিরাজুল ইসলাম (২৭) নামে একজন নিহত হয়েছেন। এ সময় আরও অন্তত ১০ জন আহত হওয়ারও খবর পাওয়া গেছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার খারদিয়া ঠাকুর পাড়া এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত সিরাজুল (২৭)উপজেলার খারদিয়া ঠাকুরপাড়া এলাকার ইশারত মোল্যার ছেলে। আহত ব্যক্তিদের ফরিদপুরের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানাগেছে।
স্থানীয়রা জানান, সকালে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষ হয়। সংঘর্ষে সিরাজুল নিহত হন এবং আহত হন অন্তত ১০ জন। আহত ব্যক্তিদের উদ্ধার করে ফরিদপুরের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ফরিদপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার (নগরকান্দা-সালথা সার্কেল) জনাব, মো. সুমিনুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ হয়। এ সময় সিরাজুল ইসলাম নামে একজন নিহত হয়েছেন। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে। নিহতের ঘটনায় প্রায় অর্ধশতাধিক বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর চালায় নিহতদের পক্ষের লোকজন।
“মিজানুর রহমান সংবাদদাতা নগরকান্দা (ফরিদপুর)”