মঙ্গলবার, ১০ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৫শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, বিকাল ৩:২৪

ইয়াবাসহ গ্রেফতার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ইয়াবা সেবন করার সময় খাগড়াছড়ির মাটিরাঙ্গায় তিন জনকে আটক করেছে মাটিরাঙ্গা থানা পুলিশ। বৃহস্পতিবার (৫ মে) সন্ধ্যা সাড়ে ৭টা দিকে মাটিরাঙ্গা পৌর শহরের ৭নং ওয়ার্ডের বলিপাড়া এলাকায় একটি বাড়ি থেকে তাদেরকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৫৫ পিস ইয়াবা ও ইয়াবা সেবন করার মালামালসহ আটক করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মাটিরাঙ্গা থানার উপ-পরিদর্শক মাহমুদুল হাসান ইরফান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মাটিরাঙ্গা পৌর শহরের বলিপাড়ায় অভিযান চালিয়ে ৫৫ পিস ইয়াবাসহ তিন জনকে আটক করা হয়। এই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মাটিরাঙ্গা থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।