মঙ্গলবার, ১০ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৫শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, দুপুর ১:১৯

মাদক যাত্রীর ব্যাগে এবং তাকে মাদকসহ গ্রেফতার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ২৩৪ বোতল ফেনসিডিল কাপড়ের ব্যাগে করে ঢাকা নিয়ে যাওয়ার সময় বাসস্ট্যান্ড থেকে শাহিন মিয়া নামে এক যুবককে গ্রেপ্তার করেছে মেট্রোপলিটন তাজহাট থানা পুলিশ, আর এই ঘটনা রংপুর নগরীর মডার্ন মোড়ে।
ঈদের দিন মঙ্গলবার (৩ মে) বিকালে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন রংপুর মেট্রোপলিটন পুলিশের ডিবি ও মিডিয়া বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জনাব, মো. সাজ্জাদ হোসেন। এসময় তার কাপড়ের ব্যাগ তল্লাশি করে ২৩৪ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। পরে তাকে মাদকসহ গ্রেফতার দেখিয়ে তাজহাট থানায় নেওয়া হয়েছে।