বুধবার, ৯ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, বিকাল ৩:৫৮

জাল নোটসহ যুবক গ্রেফতার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ৭৮ হাজার টাকার জাল নোটসহ শেরপুরের ঝিনাইগাতীতে মো. শফিকুল ইসলাম (৩৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (২ মে) সকালে উপজেলার কাংশা ইউনিয়নের নকশী ব্রিজ থেকে তাকে গ্রেফতার করা হয়। শফিকুল ইসলাম ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার মাঝরাকুড়া কড়ইতলা গ্রামের মৃত আব্দুল সাত্তারের ছেলে।
ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব, মনিরুল আলম ভূইয়া জানান, উপজেলার কাংশা ইউনিয়নের নকশী ব্রিজের ওপর থেকে শফিকুল ইসলামকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ৭৮ হাজার টাকার জাল নোট পাওয়া যায়। এর মধ্যে ৪৯টি এক হাজার টাকার নোট ও ৫৯টি ৫০০ টাকার নোট ছিল। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।