বুধবার, ৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, সকাল ১১:৪৭

এক তরুণীকে ঘর থেকে তুলে নিয়ে ধর্ষণ।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : মুখ চেপে পিরোজপুরে ঘর থেকে তুলে নিয়ে এক তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। শুক্রবার (২৯ এপ্রিল) দিনগত মধ্যরাতে পৌরসভার নরখালী গ্রামে এ ঘটনাটি ঘটে। পরে সকালে পুলিশ খবর পেয়ে ওই তরুণীকে উদ্ধার করে চিকিৎসার জন্য জেলা হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় পিরোজপুর সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন নির্যাতিত তরুণীর পরিবার। মামলা করার বিষয়টি নিশ্চিত করেন থানার ওসি জনাব, আবু জাফর মো. মাসুদুজ্জামান। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।