রবিবার, ১৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, রাত ১:০৯

১০২ বোতল ভারতীয় মদসহ নেত্রকোনায় গ্রেফতার ৫ জন।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : জেলা ডিবি পুলিশের একটি চৌকস টিম নেত্রকোনায় বুধবার রাতে দূর্গাপুর উপজেলার মিনকীকান্দা গ্রামে অভিযান চালিয়ে ১০২ বোতল বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় মদসহ ৫ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
জেলা ডিবির অফিসার ইনচার্জ (ওসি) জনাব, মো. রফিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত ১১টার দিকে ডিবির এস.আই মোহাম্মদ আব্দুল ওয়াহাবের নেতৃত্বে এস.আই নাফিজুল ইসলাম, এএসআই হরিপদ পাল, এএসআই আমিনুল ইসলাম, এএসআই সোহেল রানা সঙ্গীয় ফোর্সসহ দূর্গাপুর উপজেলার মিনকীকান্দা গ্রামে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় ১০২ বোতল বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় মদ ও মদ বিক্রির ১৪ হাজার টাকাসহ মাদক ব্যবসায়ী মোহাম্মদ আলী (২৪), মো. নুরুজ্জামান ওরফে জামাল (২২), কামরুজ্জামান সোহেল (২০), হক মিয়া (২৩), তানিয়া (২০) কে গ্রেপ্তার করা হয়। আটককৃত মদের আনুমানিক মূল্য ১ লাখ ৪৯ হাজার টাকা।
এ ব্যাপারে ডিবির এস.আই মোহাম্মদ আব্দুল ওয়াহাব বাদী হয়ে বৃহস্পতিবার দূর্গাপুর থানায় মামলা দায়ের করেছেন। আসামীদের আদালতে সোপর্দ করা হয়েছে।
“মেহেদী হাসান সংবাদদাতা নেত্রকোনা”