ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : যাত্রীবাহী একটি বাসে তল্লাশি চালিয়ে ১০ কেজি গাঁজাসহ তারেক হোসেন (২৭) ও আরিফ হোসেন (২১) নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব, আর এই ঘটনা বগুড়ার আদমদীঘির সান্তাহারে।
স্থানীয়দের কাছ থেকে জানা গেছে, ঈদ উপলক্ষে মহাসড়ক দিয়ে মাদক পাচার রোধে বৃহস্পতিবার বিকেলে বগুড়া-নওগাঁ মহাসড়কের উপজেলার সান্তাহার পৌর শহরের বশিরপুর ঈদগাহ মাঠের সামনে একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে বিভিন্ন পরিবহনে তল্লাশি চালায় র্যাব-১২ সদস্যরা।
এ সময় ঢাকা থেকে নওগাঁগামী একটি যাত্রীবাহী বাসে অভিযান চলিয়ে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি তাদের সঙ্গে থাকা একটি মোবাইল ফোন ও নগদ টাকা জব্দ করা হয়। পরে ওইদিন রাতে গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীদের থানায় হস্তান্তর করা হয়।
আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, জালাল উদ্দীন জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জেল হাজতে পাঠানো হয়েছে।