ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : জগন্নাথপুরে বড়কাপন গ্রামে বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুণীর(২৫) সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেন যুবক মোস্তাফিজুর রহমান(২৫)। তরুণী বিয়ের জন্য চাপ দিলে সে নানা টালবাহানা শুরু করে। একপর্যায়ে তাকে মুখ না খোলার জন্য নানা রকম ভয়ভীতি প্রদর্শন করা হয়।
২৫ এপ্রিল রাতে তরুণী বাদী হয়ে মোস্তাফিজুর ও এক সহযোগীর নামে নারী ও শিশু নির্যাতন আইনে জগন্নাথপুর থানায় মামলা দায়ের করেছেন।
উপ-পরিদর্শক শহিদ ইসলাম জানান, এক দল পুলিশ অভিযান চালিয়ে মোস্তাফিজুর রহমানকে নিজ বাড়ি হতে গ্রেফতার করা হয়েছে।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তরুণীর ডাক্তারী পরীক্ষার জন্য হাসপাতালের ওসিসিতে ভর্তি করা হয়েছে।