ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : সুমা আক্তার (১৬) নামে এক কিশোরীর রাজধানীর খিলগাঁওয়ের মেরাদিয়া এলাকায় রহস্যজনক মৃত্যু হয়েছে। গতকাল সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সুমা ওই এলাকায় একটি এমব্রয়ডারির কারখানায় কাজ করত এবং সুমার বাবা সিএনজিচালিত অটোরিকশাচালক মো. আ. জব্বার।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। সে কীটনাশক পান করেছিল নাকি অন্য কিছু হয়েছে, তা স্বজনরা বলতে পারছে না। বিষয়টি রহস্যজনক। ঘটনাটি তদন্তের জন্য থানা পুলিশকে জানানো হয়েছে।
খিলগাঁও থানার ওসি জনাব, ফারুকুল আলম জানান, বিস্তারিত এখনো জানা যায়নি। তবে পুলিশ ঘটনাটি খতিয়ে দেখছে।