শুক্রবার, ১৪ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৮শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, রাত ২:৩৬

এক রক্তাক্ত মরদেহ উদ্ধার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : আব্দুল মান্নান (৭০) নামে এক গ্রাম্য চিকিৎসকের রাজশাহীর চারঘাটে কলাবাগান থেকে রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাত ৮টার দিকে উপজেলার শলুয়া ইউনিয়নের কানজগাড়ি এলাকার কলাবাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত আব্দুল মান্নান ওই গ্রামের মৃত করিম মন্ডলের ছেলে। চারঘাট মডেল থানার ওসি তদন্ত আব্দুল লতিফ বিষয়টি নিশ্চিত করেছেন।
চারঘাট মডেল থানার ওসি তদন্ত আব্দুল লতিফ আরও বলেন, কলাবাগান থেকে আব্দুল মান্নান নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে এবং ঘটনার রহস্য উদঘাটনের জন্য পুলিশ কাজ করছে।