ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে টাঙ্গাইলে অবৈধ কাজে জড়িত চক্রের পাঁচ সদস্যকে আটক করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২১ এপ্রিল) দিবাগত মধ্যরাতে টাঙ্গাইলের পুলিশ সুপার জনাব, সরকার মোহাম্মদ কায়সার প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।
আটককৃতদের মধ্যে রবিউল করিম সুলভ (৩০) ও মাসুম বিল্লা ওরফে মুন্নাকে (২৮) গাজীপুর মেট্রোপলিটন এলাকা থেকে আটক করা হয়। আর ইউসুব কাজী (৭০) ও জাকির হোসেন বাবুকে (৩৩) সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানা এলাকা থেকে এবং নাটোর জেলার লালপুর থানা এলাকা থেকে সেলিম মিয়াকে (৩৬) আটক করা হয়।