ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : অভিযান চালিয়ে মোঃ শফি নামের কক্সবাজারের পেকুয়া উপজেলায় এক জালনোট কারবারি চক্রের সদস্যকে আটক করেছে পুলিশ। তার কাছ থেকে ৮০ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়। বৃহস্পতিবার বিকালে পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের সাবেক গুলধি স্টেশন থেকে অভিযান চালিয়ে তাকে আটক করতে সক্ষম হয় পুলিশ। আটক যুবক পেকুয়া সদর ইউনিয়নের সরকারি ঘোনা এলাকার মৃত মোজাহার আহমদের ছেলে।
পেকুয়া থানার অফিসার ইনচার্জ(ওসি) জনাব, শেখ মুহাম্মদ আলী জানিয়েছেন, ঈদকে সামনে রেখে পেকুয়ায় জালনোট কারবারি সিন্ডিকেট সক্রিয় হয়ে উঠার গোপন সংবাদ ছিলো পুলিশের কাছে এবং আটক যুবকের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।