রবিবার, ৯ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, সকাল ৮:২৫

এক প্রতারককে তিন বছরের কারাদণ্ড।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ধর্মান্তরিত হয়ে প্রথমে মুসলিম নারীকে বিয়ে এবং সেই তথ্য গোপন রেখে ফের এক হিন্দু নারীকে বিয়ে করায় উপজেলা জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে কাজল কান্তি দে নামে এক প্রতারককে তিন বছরের কারাদণ্ড ও নগদ ১০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন, আর এই ঘটনা কক্সবাজারের চকরিয়ায়।
একই সঙ্গে এমন অপকর্মে সহায়তার দায়ে প্রতারক কাজলের বাবা স্বপন কান্তি দে ও মা রিতা রাণীকে তিন বছরের প্রবেশন সাজা প্রদান করেন আদালতের বিচারক জনাব, রাজীব কুমার দেব। গতকাল বুধবার এই মামলার চূড়ান্ত রায় দেন আদালত।