ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ব্যক্তিমালিকানাধীন জমির ওপর দিয়ে নওগাঁর মহাদেবপুরে মসজিদের ছাদ ঢালাইয়ের জন্য ট্রলিতে করে বালি পরিবহণ করায় দুপক্ষের মধ্যে মারামারি হয়েছে। এতে মাবুদ আলী (৭৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
এ ছাড়া আহত হয়েছেন আরও পাঁচজন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
মহাদেবপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ জানান, এ বিষয়ে নিহতের স্ত্রী রাবেয়া বেগম বাদী হয়ে মঙ্গলবার বিকালে থানায় একটি মামলা করেছেন। ঘটনায় জড়িতরা প্রাথমিক চিকিৎসা নিয়ে আত্মগোপনে থাকে। পরে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে মঙ্গলবার রাত ১২টায় রাজশাহী থেকে চার ভাইকে আটক করা হয়।