শনিবার, ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, রাত ৩:৫৮

চৌফলদন্ডী ব্রিজের নিচ থেকে এক যুবকের মরদেহ উদ্ধার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : চৌফলদন্ডী ব্রিজের নিচ থেকে মো. সায়েম (২২) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ আর এই ঘটনা কক্সবাজার সদরের। সোমবার সকালে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। নিহত সায়েম খুরুশকুল তেতৈয়া গুইল্যাবাপের পাড়া এলাকার বসিন্দা।
পরিবারের বরাত দিয়ে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, শেখ মুনীর উল গিয়াস বলেন, গত শনিবার থেকে সায়েম নিখোঁজ ছিলেন। নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয়েছিলেন তিনি। এরপর বিভিন্নভাবে খোঁজ নিয়ে কোনো সন্ধান পাওয়া যায়নি তার। ভোর ৪টায় তার মরদেহ চৌফলদন্ডী ব্রিজের নিচে ভেসে উঠে।
নিহতের ভাই ফরিদুল আলম বলেন, তার ভাই বন্ধুদের সঙ্গে বেড়াতে গিয়ে কোথাও আক্রমণের শিকার হয়েছে। নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাত চিহ্ন পাওয়া গেছে।
ওসি বলেন, ঘটনার প্রকৃত রহস্য জানতে অনুসন্ধান করা হচ্ছে। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।