রবিবার, ৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, রাত ৪:৩৫

ভরিতে আবার স্বর্ণের দাম বাড়ল।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : দেশের বাজারে স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ৭৫০ টাকা বেড়েছে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম বেড়ে যাওয়ায় । এখন এক ভরি স্বর্ণ কিনতে ব্যয় করতে হবে ৭৮ হাজার ৮৪৯ টাকা। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) জানিয়েছে, মঙ্গলবার থেকে নতুন দর কার্য‌কর হবে।
বাজুসের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বুলিয়ন মার্কেটে স্বর্ণের দাম বেড়েছে। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণসংক্রান্ত স্থায়ী কমিটির সিদ্ধান্ত মোতাবেক বাংলাদেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানো হয়েছে।