ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : সন্তানদের সামনে ধারাল অস্ত্রের ভয় দেখিয়ে চাঁদপুরের ফরিদগঞ্জে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় জড়িত দুজনের মধ্যে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এদিকে, ধর্ষিতা গৃহবধূকে ডাক্তারী পরীক্ষার জন্য চাঁদপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অন্যদিকে, গত বৃহস্পতিবার রাতে ফরিদগঞ্জ উপজেলার ভাওয়াল গ্রামে এই ঘটনা ঘটলেও মামলা দায়ের করা হয়েছে রবিবার।
এমন পৈশাচিক ঘটনার তিন দিন পর সংশ্লিষ্ট থানায় সুমন ভূঁইয়া (৩৮) ও ইউনুস (২৮) নামে দুজনকে আসামি করে মামলা দায়ের করেছেন ওই গৃহবধূর স্বামী।
ফরিদগঞ্জ থানার ওসি জনাব, মোহাম্মদ শহীদ হোসেন
জানান, এর মধ্যে পুলিশ অভিযান চালিয়ে সুমন ভূঁইয়াকে গ্রেপ্তার করেছে।