সোমবার, ১৪ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, সন্ধ্যা ৭:৫৪

গহনা ছিনতাই করেছে একটি চক্র।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : এক নারীকে বশীকরণ করে নরসিংদীর মনোহরদীতে গহনা ছিনতাই করেছে একটি চক্র। বৃহস্পতিবার দুপুরে মনোহরদী বাজার সংলগ্ন বাইপাস সড়কে এ ঘটনা ঘটে। ছিনতাইয়ের শিকার নারীর নাম খালেদা আক্তার (৬০)। তিনি উপজেলার উত্তর বারুদিয়া গ্রামের আতাউর রহমানের স্ত্রী। মনোহরদী বাজার সংলগ্ন একটি বাড়িতে ভাড়া থাকেন তিনি।
মনোহরদী থানার ওসি জনাব, মো. ফরিদ উদ্দিন জানান, অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।