শনিবার, ১৫ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, সন্ধ্যা ৬:৪৬

২২ লক্ষ টাকার পাচার হওয়া কাপড় আটক।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : পাচার হওয়া ২২ লক্ষ টাকা মূল্যের শাড়ি-থ্রিপিস উদ্ধার করেছে মিরসরাই থানা পুলিশ, আজ শুক্রবার (৮ এপ্রিল) ভোর পৌনে ৬টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই সদরে একটি মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে এসব চোরাই পণ্য উদ্ধার করে পুুলিশ। এসময় মালবহনকারী মাইক্রোবাসের চালককে আটক করা হয়েছে।
পুলিশ জানায়, ভারতীয় শাড়ি পাচারের গোপন সংবাদ ছিলো তাদের কাছে। ওই সূত্র ধরে ৬০৬ পিস শাড়ি ও ৭৯ পিস থ্রিপিস উদ্ধার করা হয়। এসময় মাইক্রোবাস চালক মোহাম্মদ সোহাগকে (৩২) আটক করা হয়েছে এবং শাড়ি পাচারের ব্যবহৃত মাইক্রোবাস জব্দ করা হয়।
মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন জানান, আটক হওয়া শাড়ি ও থ্রিপিসের বাজার মূল্য প্রায় ২২ লক্ষ টাকা এবং এই ঘটনায় থানায় মামলা দায়ের করা হচ্ছে।