ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : সাহতা ইউনিয়নের স্বাস্থ্য পরিবার কল্যান কেন্দ্রে ৫ এপ্রিল রাতের বেলায় দুর্ধষ্য চুরির ঘটনা ঘটেছে, আর এই ঘটনা নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলায়।
মঙ্গলবার রাতে সাহতা ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যান কেন্দ্রে এই চুরির ঘটনা ঘটে। এসময় সাহতা ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যান কেন্দ্রের প্রবেশ পথে কল্যান কেন্দ্রে থাকা একটি জানালা চুরি হওয়ার ঘটনা ঘটেছে।
এর আগেও বারহাট্টা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ উপজেলা শহরে বিভিন্ন এলাকার বেশ কিছু দোকানে ও বাসা বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। একের পর এক এমন দুর্ধষ্য চুরির ঘটনায় উদ্বিগ্ন সাধারণ মানুষ।
বিগত কয়েক মাসে ব্যাপক হারে এই চুরির ঘটনা বৃদ্ধি পেয়েছে। মাত্র কয়েক মাসের ব্যবধানে একের পর এক বাসা-বাড়ী, দোকানপাট, ব্যবসা-প্রতিষ্ঠানে ব্যাপক চুরি সংঘটিত হয়েছে।
সাহতা ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যান কেন্দ্রে চুরি হওয়া কোনো মালামাল এখনো উদ্ধার করতে পারেনি পুলিশ।
এদিকে সাহতা ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যান কেন্দ্রে চুরির ঘটনা পরিদর্শন করেছেন, বারহাট্টা উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সবিতা রাণী সরকার, বারহাট্টা থানার অফিসার ইনচার্জ জনাব, লুৎফুল হক, এএসআই লিমন, সাহতা ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান চঞ্চল সহ আরো অনেকেই।
বারহাট্টা উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সবিতা রাণী সরকার জানান, সাহতা ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যান কেন্দ্রে লক্ষ লক্ষ টাকার সরকারি মালামাল ও ঔষধ রয়েছে। এতে জানালা ছাড়া আর কি চুরি হয়েছে তা এখনো জানা যায়নি।
বারহাট্টা থানার অফিসার ইনচার্জ ওসি জনাব, লুৎফুল হক জানান, সাহতা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রের কর্তৃপক্ষ থানায় অভিযোগ করেছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
“মেহেদী হাসান সংবাদদাতা নেত্রকোনা”