ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : শৌচাগার থেকে মমতাজ বেগম নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ, আর এই ঘটনা জামালপুরের সরিষাবাড়ীতে। বুধবার (৬ এপ্রিল) সকালে পৌরসভার রিয়াজ উদ্দিন স্কুল মোড় এলাকার একটি ভাড়া বাড়ি থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
সরিষাবাড়ী থানার এসআই আরিফুল ইসলাম জানান, আত্মহত্যার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।