ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : চায়না আক্তার (৩০) নামে এক নারীর গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ, আর এই লাশ উদ্ধার হয়েছে টাঙ্গাইলের মির্জাপুরে গজারি বন থেকে। বুধবার সকাল ১১টার দিকে উপজেলার বাঁশতৈল ইউনিয়নের বংশীনগর এলাকায় বনের ভেতর থেকে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, সোমবার ইফতারের পর বাড়ি থেকে নিখোঁজ হয় চায়না। বুধবার দুর্গন্ধ পেয়ে স্থানীয় লোকজন তার বাড়ির পাশের গজারি বনের জঙ্গলে খুঁজে চায়নার গলা কাটা লাশ দেখতে পায়। খবর পেয়ে আজ সকাল ১১টার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।
বাঁশতৈল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক শাখাওয়াত হোসন বলেন, নিহত চায়নার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল শেখ হাসিনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।