ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বিষাক্ত ট্যাবলেট খেয়ে পাথরঘাটায় জাকারিয়া (২৭) নামে এক যুবক আত্মহত্যা করেছেন।
মঙ্গলবার ভোর পৌনে ৫টার দিকে পাথরঘাটা কেএম সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের পুরাতন ভবনের ভেতরে এ ঘটনা ঘটে। নিহত জাকারিয়া পাথরঘাটা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের আব্দুল কুদ্দুসের ছেলে।
পাথরঘাটা থানার ওসি জনাব, মো. আবুল বাশার জানান, কী কারণে তিনি আত্মহত্যা করেছেন এ মুহূর্তে তদন্ত ছাড়া বলা যাচ্ছে না। মরদেহের সুরতহাল করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়। এ বিষয়ে পাথরঘাটা থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।