ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : সোমবার পৃথক অভিযান চালিয়ে ১৮৪ জন রোহিঙ্গা ও ৬ জন মানব পাচারকারী দালালকে গ্রেফতার করেছে কক্সবাজারে উখিয়া থানা পুলিশ। আটক রোহিঙ্গারা দেশের নানা স্থানসহ বিদেশে পাড়ি জমানোর উদ্দেশ্যে দলে দলে শিবির ছেড়ে যাচ্ছিল।
জানা গেছে, উখিয়া ক্যাম্প প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে প্রতিনিয়ত শত শত রোহিঙ্গা কৌশলে বের হয়ে বিভিন্ন স্থানে ছড়িয়ে যাচ্ছে।
উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব, আহাম্মদ সঞ্জুর মোরশেদ বলেন, অভিযান চালিয়ে মোট ১৮৪ জন রোহিঙ্গাকে আটক করা হয় এবং সাথে ৬ জন মানব পাচারকারী গ্রেফতার করা হয়।