ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : পিকআপের ধাক্কায় অটোরিকশার চালকসহ টাঙ্গাইলের কালিহাতীতে দুইজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ৫ জন। এর মধ্যে দুইজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে এবং অন্যদের কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
আজ শুক্রবার ভোর ৬টার দিকে টাঙ্গাইল- ময়মনসিংহ সড়কের কালিহাতী আর এস সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
কালিহাতী থানার ওসি জনাব, মোল্লা আজিজুর রহমান জানান, পিকআপ চালক পলাতক রয়েছে। পিকআপ ও অটোরিকশাটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে এবং সুরতহাল প্রতিবেদনের পর লাশ দুটি পরিবারের নিকট হস্তান্তর করা হয়।