রবিবার, ১৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, রাত ১২:৩৬

বন্দুকের গুলিতে এক ব্যক্তির আত্মহত্যা।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : নিজের বন্দুকের গুলিতে নওগাঁর পত্নীতলায় ইয়াকুব আলী (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার সকালসাড়ে ১০টা নাগাদ উপজেলার আকবরপুর ইউনিয়নের চেরাডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ইয়াকুব আলী চেরাডাঙ্গা গ্রামের মৃত আব্দুল হামিদ এর ছেলে।
পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, শামসুল আলম শাহ নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, বিত্তশালী হওয়ায় নিরাপত্তা জনিত কারনে নিজের লাইসেন্সকৃত একটি বন্দুক ছিল তার। সবার অজান্তেই দুই তলা বাড়ির ছাদে নিজের মাথায় ওই বন্দুক দিয়ে গুলি চালান ইয়াকুব।
তবে ঠিক কি কারনে ইয়াকুব আত্মহত্যা করলো এসব বিষয়ে আমরা তদন্ত করবো। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের পর মৃত্যুর সঠিক কারন জানা যাবে।