ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : একটি ইজিবাইক থেকে ফরিদপুরের নগরকান্দায় ৩০ বস্তা (৭৫০ কেজি) সরকারি চাউল সন্দেহে চাউল জব্দ করা হয়েছে। এ সময় ইজিবাইক চালক সোহাগ শেখকে (৩০) আটক করে পুলিশ। স্থানীয়দের দাবি বস্তা পরিবর্তন করে সরকারি চাল পাচার করা হচ্ছিল।
মঙ্গলবার (২২ মার্চ) বিকেল ৪ টার দিকে নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের গোয়াইলপোতা এলাকা থেকে এই চাল আটক করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, ডাঙ্গী ইউনিয়নের ভবুকদিয়া এলাকা থেকে এই চাল কৃষ্ণপুর বাজারে নিয়ে যাওয়া হচ্ছিল। এলাকাবাসী চালসহ ইজিবাইকটি আটক করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব, জেতী প্রুকে খবর দেন।
এ বিষয়ে ইউএনও জনাব, জেতী প্রু বলেন, এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে চালগুলো জব্দ করা হয়। চালগুলো উপজেলা খাদ্য ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসিএলএসডির) জিম্মায় রাখা হয়েছে। তদন্তের পর এগুলো যদি সরকারি চাউল প্রমাণিত হয় তবে সংশ্লিষ্ট ডিলারের বিরুদ্ধে নিয়মিত মামলা হবে।
“মিজানুর রহমান সংবাদদাতা নগরকান্দা (ফরিদপুর)”