ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : পৃথক দুই ধারায় আসামি আরব আলী হাওলাদার ওরফে ডাকাত আলী ও রহমান খার বিশ বছরের কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল, ঢাকার উত্তর খান থানার মাউসাইদ পূর্বপাড়ার সহকারী আনসার অ্যাডজুটেন্ট মো. নাছির উল্লাহ খান হত্যা মামলায়। তবে উভয় সাজা একইসঙ্গে চলবে। তাই তাদের ১০ বছরের সাজা ভোগ করতে হবে।
আজ বুধবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এর বিচারক জনাব, আবু জাফর মো. কামরুজ্জামানের আদালত এ রায় ঘোষণা করেন। তবে অভিযোগ প্রমাণিত না হওয়ায় অপর ১০ আসামিকে খালাস প্রদান করেন আদালত।