ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : প্রতিবন্ধী এক তরুণী (১৯) ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে আর এই ঘটনা ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলায়। এ ঘটনায় শনিবার রাতে ওই তরুণীর মা বাদী হয়ে নবীনগর থানায় লিখিত অভিযোগ করেন।
শনিবার (১৯ মার্চ) তরুণীর মা বাড়ি থেকে প্রয়োজনীয় কাজে অন্য কোথাও গেলে এই সুযোগে প্রতিবেশী মোহাম্মদ ইসমাঈল (৪৮) বিকেলে তার বাড়ি এসে নিজ ঘরে তার মেয়েকে ধর্ষণ করেন। ঘটনা জানাজানি হলে এলাকায় নিন্দার ঝড় উঠে। খবর পেয়ে পরে নবীনগর থানা পুলিশ অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করেন।
নবীনগর থানার ওসি জনাব, আমিনুর রশিদ জানান, ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত আসামিকে গ্রেপ্তার করেছি। মেয়ের মা বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ করেছে। গতকাল রবিবার সকালে আসামিকে আদালতে পাঠানো হয়েছে।