শুক্রবার, ১৩ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৮শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, সন্ধ্যা ৬:০৬

একটি কারখানায় হামলা হয়েছে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : একটি ডাইং কারখানায় নারায়ণগঞ্জের ফতুল্লায় কিছু লোক হামলা চালিয়ে পিটিয়ে ও কুপিয়ে পাঁচ শ্রমিককে আহত করার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার বিকেলে ফতুল্লা থানার লালপুর এলাকায় একটি কারখানায় এ সন্ত্রাসী হামলা হয়।
প্রত্যক্ষদর্শী ও শ্রমিকরা জানান, শুক্রবার বিকেল ৫টার দিকে একদল সশস্ত্র যুবক কারখানার প্রধান ফটকে হামলা চালায়। এ সময় নিরাপত্তারক্ষী ও শ্রমিকরা বাধা দিলে তাদের ওপর আক্রমণ করে তারা। পিটিয়ে ও কুপিয়ে আহত করা হয় পাঁচ শ্রমিককে।
শ্রমিকরা আরও জানান, হামলার সময় কারখানার শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লে কর্তৃপক্ষ বিষয়টি পুলিশকে জানায়। ঘটনার পর অভিযুক্ত তিনজনকে দেশীয় অস্ত্রসহ আটক করেছে পুলিশ।
ফতুল্লা মডেল থানার ওসি জনাব, মোহাম্মদ রকিব উদ্দিন বলেন, তারা বিষয়টি তদন্ত করছেন, সেই অনুযায়ী ব্যবস্থা নেবেন।