মঙ্গলবার, ১০ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৫শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, বিকাল ৩:২৮

নৌ পুলিশ এক যুবকের ভাসমান লাশ উদ্ধার করেছেন।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : অজ্ঞাত পরিচয়ের এক যুবকের ভাসমান লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ আর এই ঘটনা চট্টগ্রামের কর্ণফুলী নদীর সংযোগ খালে। শনিবার দুপুরে পটিয়া উপজেলার কোলাগাঁও ভেলল্গাপাড়া ব্রিজ সংলগ্ন শিকলবাহা খালে লাশটি ভাসছিল। স্থানীয়রা পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে পুলিশ লাশটি উদ্ধার করে সুরতহাল করেন। লাশের পরিচয় নিশ্চিতের জন্য সিআইডি ও পিবিআই লাশের আঙঙ্গুলের ছাপসহ বিভিন্ন আলামত সংগ্রহ করেছেন।
সদরঘাট নৌ থানার ওসি জনাব, এবিএম মিজানুর রহমান বলেন, জিন্স প্যান্ট ও স্যান্ডো গেঞ্জি পরা আনুমানিক ৩৫ বছর বয়সের এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। তার নাম-পরিচয় জানা যায়নি। পানিতে ভাসমান থাকায় লাশটির শরীর ফুলে বিকৃতও হয়ে গেছে।
তিনি বলেন, খালে লাশ আটকে থাকতে দেখে স্থানীয়রা আমাদের খবর দেয়। লাশটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।